Home Finance আয়কর রিটার্ন জমার সময় দুই মাস বাড়ল

আয়কর রিটার্ন জমার সময় দুই মাস বাড়ল

by fstcap

ব্যক্তি করদাতাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময়সীমা পূর্বনির্ধারিত ৩০ নভেম্বর থেকে ২ মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

আজ বুধবার (২৯ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয় এনবিআর। 

এ ছাড়া, কোম্পানি করদাতাদের রিটার্ন জমার মেয়াদ ১৫ জানুয়ারি থেকে দেড় মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

 

চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৪০ লাখ আয়কর রিটার্ন জমার লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর। তবে এপর্যন্ত লক্ষ্যমাত্রার অর্ধেক রিটার্নও জমা পড়েনি।

গত ২৭ নভেম্বর পর্যন্ত ১৯ লাখের মতো নাগরিকের রিটার্ন জমা পড়েছে এনবিআরে। সারা বছরের যেকোনো সময় রিটার্ন জমা দেওয়া যায়। কিন্তু যদি নির্দিষ্ট সময়ের পরে সংশ্লিষ্ট আয় বছরের রিটার্ন দাখিল করা হয়, তাহলে সেক্ষেত্রে ৪ শতাংশ জরিমানা দিতে হবে।

এ বছর কোনো আয়কর মেলা অনুষ্ঠিত হয়নি। এর পরিবর্তে এনবিআর করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে সহায়তা করার জন্য দেশব্যাপী কর অঞ্চল অফিস চত্বরে একটি বিশেষ সহায়তা পরিষেবার আয়োজন করেছে।

এক্ষেত্রে করদাতাদের যে বিনিয়োগ রেয়াত পাওয়ার কথা ছিল, সেটিও তারা পাবেন না। ফলে তাদের আরও বেশি কর দিতে হবে।

Source: tbsnews

NBR tax

You may also like