December 28, 2025 6:45 pm
Home Finance ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক

by fstcap

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

 
 

সারাহ কুক বলেন, ২০২৯ সালের পরও বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাকসহ প্রায় ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এতে বাংলাদেশের রফতানি বাজারে বৈচিত্র্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত প্রমাণ করে যে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায়।

https://www.ittefaq.com.bd/765074/২০২৯-সাল-পর্যন্ত-যুক্তরাজ্যে-শুল্কমুক্ত-রফতানি?fbclid=IwVERTSAOih6NleHRuA2FlbQIxMABzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgAAR5_cADMuhInIWr8uS-Iviw67s1ygj6q9O6AwRIcl8zB1SWbQPpMHJ5LNmrEfQ_aem_PtCVnQ3oST4VsC-RoWnhuQ&sfnsn=wa

 

You may also like