December 18, 2025 7:59 pm
December 18, 2025 7:59 pm
Home Stock Market স্টক ডিভিডেন্ডের অনুমতি পেল কাশেম ইন্ডাস্ট্রিজ

স্টক ডিভিডেন্ডের অনুমতি পেল কাশেম ইন্ডাস্ট্রিজ

by fstcap

 শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের ঘোষিত স্টক ডিভিডেন্ড ইস্যু করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-এর চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর ফলে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড পাওয়ার পথ প্রশস্ত হলো।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে যে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানের সম্মতি দিয়েছে।

বিএসইসি-এর এই অনুমোদনের পরিপ্রেক্ষিতে আজ ১৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পর্ষদ এই বোনাস শেয়ার পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ঘোষণা করেছে।

কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী, এই বোনাস শেয়ারের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জানুয়ারি, ২০২৬। অর্থাৎ, ওই তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে কোম্পানির শেয়ার থাকবে বা যাদের নাম সদস্যদের রেজিস্টার/সিডিএস রেকর্ডে থাকবে, তারাই কেবল এই ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

এর আগে গত ২৭ অক্টোবর কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪ পয়সা, আগের অর্থবছরের একই সময় ইপিএস ছিল ৪২ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৮৮ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৩৯ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬ পয়সা।

https://sharenews24.com/article/113048/index.html

Quasemind

You may also like