পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিএসইসির ৮৯১তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কমিশন অদ্যকার সভায়, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ (দশ) টাকা মূল্যের ১০,০৯৮,২৮৩ টি সাধারণ শেয়ার প্রতিটি ২০ টাকা মূল্যে (শেয়ার প্রতি ১০.০০ টাকা হারে প্রিমিয়ামসহ) রাইটস শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে (১২:২ হারে অর্থাৎ বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার রাইটস হিসেবে) মোট ২০১,৯৬৫,৬৬০ টাকা মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। সেই প্রেক্ষিতে কমিশন উক্ত আবেদনের অনুমোদন প্রদান করে। সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মূলধনী যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধ এর লক্ষ্যে রাইটস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করে।
রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী সেপ্টেম্বর ৩০, ২০২২ ইং তারিখে সমাপ্ত ১ম ত্রৈমাসিক হিসাব সময়ে কোম্পানীটির শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) ২৮.১৯ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৩২ টাকা। ৩০ জুন ২০২২ ইং তারিখে সমাপ্ত অর্থবছরের পুনর্মূল্যায়নসহ নীট সম্পদ মূল্য (এনএভি) ২৭.৮৭ টাকা এবং পুনর্মূল্যায়ন ব্যাতীত নীট সম্পদ মূল্য (এনএভি) ২৭.৭৪ টাকা। এছাড়াও জুন ৩০ ২০২২ ইং তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারপ্রতি আয় ১.৮১ টাকা।
উল্লেখ্য যে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সংশ্লিষ্ট ক্ষেত্রে ইস্যুব্যবস্থাপকের দায়িত্ব পালন করে।
source: businessjournal24.com
sinobangla industries right share