Home Stock Market সিনিয়র সিটিজেনের শেয়ার কিনবে এডিএন টেলিকম

সিনিয়র সিটিজেনের শেয়ার কিনবে এডিএন টেলিকম

by fstcap

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ সিনিয়র সিটিজেন হেলথকেয়ার লিমিটেডের শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

 

এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদ ৬ ফেব্রুয়ারির সিদ্ধান্ত অনুসারে এই শেয়ার কেনার অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে কোম্পানিটি ডিজিটাল স্বাস্থ্যসেবা বাজারে প্রবেশ করলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এডিএন টেলিকম প্রতিষ্ঠানটির ৩৭ শতাংশ শেয়ার কিনবে। এই পরিমাণ শেয়ার কেনার জন্য তারা ৯ কোটি ৯৮ লাখ টাকা বিনিয়োগ করবে এডিএন টেলিকম।

 

গত এক বছরে এডিএন টেলিকমের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১৫১ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৭৭ টাকা ৮০ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ, ২০২৩ সালে ১৫ শতাংশ, ২০২২ সালে ১০ শতাংশ, ২০২১ সালে ১০ শতাংশ ও ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। https://orthosongbad.com/334056/সিনিয়র-সিটিজেনের-শেয়ার/

ADNTEL

You may also like