May 22, 2025 7:14 pm
Home Stock Market সিঙ্গাপুরে পণ্য বিক্রয়ে পরিবেশক নিয়োগ দিলো ওয়ালটন

সিঙ্গাপুরে পণ্য বিক্রয়ে পরিবেশক নিয়োগ দিলো ওয়ালটন

by fstcap

সিঙ্গাপুরের বাজারে পণ্য বিক্রয় করবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ লক্ষে সম্প্রতি দেশটিতে পরিবেশক নিয়োগ দিয়েছে ওয়ালটন।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্র এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, সিঙ্গাপুরের ফ্লেয়ার এম অ্যান্ড ই পিটিই লিমিটেড নামের প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছরের বছরের চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাইটেক। অর্থাৎ আগামী পাঁচ বছর সিঙ্গাপুরে ওয়ালটনের পণ্য বিক্রি করবে এই ফ্লেয়ার এম অ্যান্ড ই।

এই চুক্তির অধীনে ফ্লেয়ার এম অ্যান্ড ই সিঙ্গাপুরে ওয়ালটনের রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, টেলিভিশন ও রান্নার সরঞ্জামের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করবে।

https://orthosongbad.com/347288/সিঙ্গাপুরে-পণ্য-বিক্রয়ে/

Waltonhil

You may also like