January 26, 2026 7:12 am
Home Stock Market সালভো কেমিক্যালের শেয়ার ইস্যুর প্রস্তাব দ্বিতীয়বারও বাতিল

সালভো কেমিক্যালের শেয়ার ইস্যুর প্রস্তাব দ্বিতীয়বারও বাতিল

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল নতুন শেয়ার ইস্যুর জন্য দুই দফায় আবেদন করেও ব্যর্থ হয়েছে। উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ করতে না পারায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের আবেদন অনুমোদন করেনি। বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ মাত্র ২৫.১৮ শতাংশ।

 

প্রথমবার, ২০২৪ সালের ৩১ জুলাই, সালভো কেমিক্যাল অভিহিত মূল্যে ৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের মধ্যে বরাদ্দ দিতে চেয়েছিল, যা বিএসইসি ওই বছরের ৭ অক্টোবর বাতিল করে দেয়। এরপর চলতি বছরের ১৫ জানুয়ারি কোম্পানিটি আবারও আবেদন জানায়, যেখানে প্রতিটি শেয়ার ১৬ টাকা দরে ১০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ইস্যুর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এবারও নিয়ন্ত্রক সংস্থা সেই আবেদন অনুমোদন করেনি।

 

কোম্পানির নিরীক্ষক জানিয়েছেন, সালভো কেমিক্যাল আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৬ অনুযায়ী স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়ন করেনি এবং স্থায়ী সম্পদের কোনো রেজিস্টারও খুঁজে পাওয়া যায়নি।

https://www.sharebazarnews.com/posts/salvo-kemikzaler-sezar-iszur-prstab-dwiteezbaroo-batil

Salvochem

You may also like