নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভূক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে প্রথম প্রান্তিকে সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে ১০ কোম্পানির। একই সময়ে সম্পদমূল্য কমেছে ৭ কোম্পানি এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির। এছাড়া আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি ৫ কোম্পানি। ডিএসই এ তথ্য জানা গেছে।
সম্পদ মূল্য (এনএভি) বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, বারকা পতেঙ্গা পাওয়ার, জিবিবি পাওয়ার, শাহজীবাজার পাওয়ার, পাওয়ারগ্রীড কোম্পানি অব বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ, যমুনা ওয়েল কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং সিভিও পেট্রোক্যামিক্যাল রিফাইনারী লিমিটেড।
বারাকা পাওয়ার
প্রথম প্রান্তিকে (জুলাই-৩০ সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ২২ টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৪৯ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৭২ পয়সা।
বারকা পতেঙ্গা পাওয়ার
প্রথম প্রান্তিকে (জুলাই-৩০ সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ২৬ টাকা ৭৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ১৭ পয়সা।
জিবিবি পাওয়ার
প্রথম প্রান্তিকে (জুলাই-৩০ সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ২০ টাকা ৭২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২৩ পয়সা।
শাহজীবাজার পাওয়ার
প্রথম প্রান্তিকে (জুলাই-৩০ সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৩৮ টাকা ৯৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ৩৮ টাকা ৬৩ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৩১ পয়সা।
পাওয়ারগ্রীড কোম্পানি
প্রথম প্রান্তিকে (জুলাই-৩০ সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ১৬১ টাকা ৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১৩৯ টাকা ৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২১ টাকা ৯৬ পয়সা।
পদ্মা অয়েল কোম্পানি
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পদমুল্য বেড়েছে পদ্মা অয়েলের। প্রথম প্রান্তিকে (জুলাই-৩০ সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ২১৩ টাকা ৭০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১৮৭ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২৬ টাকা ১২ পয়সা।
যমুনা ওয়েল কোম্পানি
প্রথম প্রান্তিকে (জুলাই-৩০ সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ২১৩ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১৯৩ টাকা ৭৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ১৯ টাকা ৫২ পয়সা।
এমজেএল বাংলাদেশ
প্রথম প্রান্তিকে (জুলাই-৩০ সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৪৭ টাকা ১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ৪২ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৪ টাকা ৩৩ পয়সা।
মেঘনা পেট্রোলিয়াম
প্রথম প্রান্তিকে (জুলাই-৩০ সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ২০৮ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১৮২ টাকা ৮৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২৫ টাকা ৫৮ পয়সা।
সিভিও পেট্রোক্যামিক্যাল রিফাইনারী
প্রথম প্রান্তিকে (জুলাই-৩০ সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৯ টাকা ৩৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ৬ টাকা ৯০ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ৪৭ পয়সা।
লুবরেফ বাংলাদেশ
প্রথম প্রান্তিকে (জুলাই-৩০ সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৩৮ টাকা ৪৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ৩৮ টাকা ৪৯ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি সম্পদমূল্য অপরিবর্তিত রয়েছে।
সূত্রঃ শেয়ারনিউজ
electricity price hike fuel resource biddut jalani mullo briddhi baraka GBB shahjibazar PowerGrid padma jamuna oil MJL meghna CBO petrochamical lubref