January 14, 2026 1:53 pm
Home Stock Market শেয়ার কিনবেন স্যালভো কেমিক্যালের এমডি

শেয়ার কিনবেন স্যালভো কেমিক্যালের এমডি

by fstcap

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, কোম্পানিটির এমডি মো. সালাম ওবায়দুল করিম ৪ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক/ব্লক মার্কেটের মাধ্যমে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি।

https://orthosongbad.com/372444/শেয়ার-কিনবেন-স্যালভো-কে/

Salvochem

You may also like