August 23, 2025 11:36 pm
Home Stock Market লিবরা ইনফিউশনের কারখানা বন্ধ, বিনিয়োগকারীদের জন্য উদ্বেগ

লিবরা ইনফিউশনের কারখানা বন্ধ, বিনিয়োগকারীদের জন্য উদ্বেগ

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শন করে বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

সোমবার (১৪ জুলাই) ডিএসইর একটি পরিদর্শক দল সরেজমিনে লিবরা ইনফিউশনের কারখানা পরিদর্শনে যায় এবং তা বন্ধ অবস্থায় পায়। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সাধারণত যেসব কোম্পানি নিয়মিতভাবে তাদের সম্পর্কিত তথ্য প্রকাশ করে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ রাখে না, সেসব কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় সোমবার কোম্পানিটির কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। তবে কারখানা পরিদর্শনে গিয়ে ডিএসইর প্রতিনিধি দল কারখানাটি সম্পূর্ণরূপে বন্ধ পায়।

একটি তালিকাভুক্ত কোম্পানির কারখানা বন্ধ থাকা বিনিয়োগকারীদের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয়। এটি কোম্পানির উৎপাদন কার্যক্রম, আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ মুনাফার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। লিবরা ইনফিউশনের মতো একটি ওষুধ ও রসায়ন খাতের কোম্পানির কারখানা বন্ধ থাকা মানে তাদের পণ্য উৎপাদন বন্ধ রয়েছে, যা সরাসরি তাদের আয় এবং শেয়ারের মূল্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ডিএসই’র এই পরিদর্শন এবং কারখানা বন্ধ পাওয়ার ঘটনা নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির ইঙ্গিত দেয়। স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এখন এই বন্ধ থাকার কারণ এবং এর পেছনে কোনো অনিয়ম আছে কিনা, তা খতিয়ে দেখবে।

https://sharenews24.com/article/105842/index.html

Librainfu

You may also like