90
শেয়ারবাজারে লাগাতার দরপতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ভাইস প্রেসিডেন্ট ডা. মহসিন শেয়ারনিউজকে জানান, আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১২টায় মতিঝিলস্থ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে সংগঠনের সভাপতি মিজানুর রশিদ চৌধুরীর নেতৃত্বে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ডা. মহসিন বলেন, শেয়ারবাজারে লাগাতার দরপতনে বিনিয়োগকারীরা নি:স্ব হয়ে পড়ছেন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে শেয়ারবাজারে টানা পতন ঘটাচ্ছে। যে কারণে বাধ্য হয়ে তারা পবিত্র রোজার মধ্যেও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
শেয়ারনিউজ
sharemarket price fall investor protestation