August 23, 2025 11:19 pm
Home Stock Market রেকর্ড মুনাফা করেছে রবি, শেয়ারপ্রতি দেবে দেড় টাকা লভ্যাংশ

রেকর্ড মুনাফা করেছে রবি, শেয়ারপ্রতি দেবে দেড় টাকা লভ্যাংশ

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৪ সালে সমাপ্ত আর্থিক বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। তাতে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীরা প্রতি শেয়ারের জন্য দেড় টাকা করে লভ্যাংশ পাবেন।

আজ সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। পর্ষদ সভা শেষে রবির পক্ষ থেকে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে লভ্যাংশসহ গত বছরের আর্থিক প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। তাতে জানানো হয়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে রবির মুনাফা দ্বিগুণের বেশি বেড়েছে। গত বছর শেষে রবি আজিয়াটার মুনাফা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০২ কোটি টাকায়। ২০২৩ সালে কোম্পানিটির মুনাফা ছিল ৩২০ কোটি টাকা। মুনাফা বৃদ্ধি পাওয়ায় লভ্যাংশের পরিমাণও বেড়েছে শেয়ারধারীদের জন্য। ২০২৩ সালে কোম্পানিটি যেখানে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, সেখানে গত বছরের জন্য তা বেড়ে ১৫ শতাংশ হয়েছে।

 
 

সংবাদ সম্মেলনে রবির করপোরেট অ্যান্ড রেগুলেটরির প্রধান মোহাম্মদ শাহেদুল আলম বলেন, গত বছর রাজস্ব আয়ে খুব বেশি প্রবৃদ্ধি না হলেও রেকর্ড মুনাফা করেছে কোম্পানিটি। এ মুনাফার পেছনে বড় ভূমিকা ছিল কোম্পানি আর্থিক ব্যবস্থাপনা।

 

রবির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত বছর ভালো ব্যবসা করতে না পারলে নানাভাবে খরচ কমিয়ে মুনাফা বাড়িয়েছে কোম্পানিটি। যার কারণে রেকর্ড লভ্যাংশও ঘোষণা করা হয়েছে।

এদিকে রবির আজকের পর্ষদ সভা ও লভ্যাংশ ঘোষণার খবরকে সামনে রেখে কয়েক দিন ধরে শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে উঠে আসে কোম্পানিটি। আজ লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দিক থেকে চতুর্থ অবস্থানে ছিল রবি। আজ কোম্পানিটির ১১ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়েছে। দিন শেষে রবির শেয়ারের বাজারমূল্য ছিল ২৯ টাকা ৪০ পয়সা।https://www.prothomalo.com/business/market/u0lulevt9r

Robi

You may also like