Home Finance রমজানে লেনদেনের নতুন সময়সূচি জানালো বিএসইসি

রমজানে লেনদেনের নতুন সময়সূচি জানালো বিএসইসি

by fstcap

আসন্ন রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী পুঁজিবাজারে সকাল ০৯ টা ৩০ থেকে দুপুর ১ টা ৩০ পর্যন্ত লেনদেন হবে এবং পোষ্ট ক্লোজিং সেশন থাকবে ১:৩০ থেকে ১:৪০ মিনিট পর্যন্ত৷

সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়াও, রমজান মাস এবং ঈদ-উল-ফিতর-এর ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. এর অফিস সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে (এর মধ্যে ২ টা ২০ থেকে ২ টা ৩০ মিনিট পোষ্ট ক্লোজিং)৷

source: orthosuchok.com

 

RAMADAN office time new Romjan Roja Roza EID

You may also like