October 13, 2025 7:41 pm
Home Industry News মার্কিন বাজারে পোশাক রপ্তানি: শুল্কের মধ্যেও উজ্জ্বল বাংলাদেশের অবস্থান

মার্কিন বাজারে পোশাক রপ্তানি: শুল্কের মধ্যেও উজ্জ্বল বাংলাদেশের অবস্থান

by fstcap

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক খাত বিশ্ববাজারে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। শুরুতে কিছু শঙ্কা থাকলেও, প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক তুলনামূলক কম থাকায় এটি এখন বাংলাদেশের জন্য নতুন সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যেই চীন ও ভারতের হারানো অর্ডারের একটি বড় অংশ বাংলাদেশে স্থানান্তরিত হয়েছে।

অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে ৪৯৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১.৬৬% বেশি। শুধু জুলাই মাসেই বাংলাদেশ রপ্তানি করেছে ৭০ কোটি ডলারের পোশাক।

এই সময়ে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে মোট ৪ হাজার ৫৮০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় মাত্র ৪.৯৬% বেশি। অর্থাৎ, বৈশ্বিক রপ্তানি প্রবৃদ্ধি যেখানে সীমিত, সেখানে বাংলাদেশের তৈরি পোশাক খাত দ্বিগুণেরও বেশি গতিতে এগিয়ে চলেছে।

অটেক্সার তথ্য বলছে, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি ৩৫.৮৭% বেড়েছে। শুধু ২০২৪ সালেই রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৭,৩৪২.৮৫ মিলিয়ন ডলার। এই ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের দৃঢ় উপস্থিতি নিশ্চিত করছে।

পোশাক রপ্তানিকারকরা বলছেন, পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর থেকেই বাংলাদেশে অর্ডার প্রবাহ বাড়ছে। আগামী মৌসুমগুলোতে এই প্রবাহ আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের শুল্কহার ২০ শতাংশের মধ্যে সীমিত থাকায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় এটি ক্রেতাদের কাছে বাড়তি সুবিধা দিচ্ছে। বিশেষ করে চীন ও ভারতের অর্ডার স্থানান্তরিত হওয়ার প্রবণতা বাংলাদেশকে আরও এগিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ভিয়েতনাম ও মিয়ানমারের অর্ডারেরও একটি অংশ বাংলাদেশে আসতে পারে, যা দেশের রপ্তানি আয় আরও বাড়াবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

পোশাক খাতের ব্যবসায়ীরা আশাবাদী যে, স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্র কম কিনলেও, দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়বেই। এই ধারাবাহিকতা বজায় থাকলে, বাংলাদেশ বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থান গড়ে তুলবে। শিল্প উদ্যোক্তাদের মতে, এ সুযোগ কাজে লাগাতে হলে এখন থেকেই মানোন্নয়ন ও বহুমুখীকরণে জোর দিতে হবে।
Garments 
 
 

You may also like