পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড ২টি ব্যবহৃত অটো কোন মেশিন (Auto Cone Machine) কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির কারখানার উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই কোন মেশিন কেনা হবে।
আজ বুধবার (১৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে অটো কোন মেশিন (Schlafhorst Autoconer 338) কেনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, পাহাড়তলি টেক্সটাইলস লিমিটেডের কাছ থেকে আলোচিত কোন মেশিন কেনা হবে। এর জন্য ব্যয় হবে ৪৮ লাখ টাকা। আলোচিত অটো কোন মেশিন কেনার পর কোম্পানির উৎপাদনক্ষমতা কতটা বাড়বে এবং তার রাজস্ব ও মুনাফায় কী প্রভাব পড়বে সে সম্পর্কে কোম্পানিটি কিছু জানায়নি।
আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২২ কোটি ২৯ লাখ টাকা। শেয়ার সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৮ হাজার। মোট শেয়ারের ৩০ দশমিক ৬৫ শতাংশ কোম্পানির পরিচালক ও উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা ধারণ করছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১২ দশমিক ৭৫ শতাংশ শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীরা ৫৬ দশমিক ৫৯ শতাংশ ধারণ করছেন।
কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরে শেয়ার প্রতি ৭৮ পয়সা লোকসান দিয়েছে। আগের দুই অর্থবছরে যথাক্রমে ৯১ ও ২৬ পয়সা আয় করেছিল। সর্বশেষ ২০২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
Al-hajtex