October 13, 2025 6:08 pm
Home Banking বন্ডে বড় পরিবর্তন আনল সিটি ব্যাংক

বন্ডে বড় পরিবর্তন আনল সিটি ব্যাংক

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেড তাদের প্রস্তাবিত বন্ড ইস্যুর পরিমাণ বাড়িয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর পরিকল্পনা থাকলেও, তা বাড়িয়ে এবার ১২০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের পরিচালনা বোর্ড।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি বোর্ড সভায় প্রথমে ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সর্বশেষ বোর্ড সভায় বর্তমান আর্থিক ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পরিমাণ বাড়িয়ে ১২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই বন্ড ইস্যুর মাধ্যমে সিটি ব্যাংক তাদের ব্যাসেল-৩ নির্দেশনা অনুযায়ী মূলধন শক্তিশালী করতে চায়। বন্ডটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে ইস্যু করা হবে।

এ প্রসঙ্গে ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, “বন্ড ইস্যুর অর্থ ব্যাংকের মূলধন কাঠামো শক্তিশালীকরণের পাশাপাশি দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।”

CITY BANK

https://sharenews24.com/article/108740/index.html

You may also like