October 13, 2025 11:21 pm
Home Stock Market বড় বিনিয়োগের তথ্য গোপন করলো মাগুরা মাল্টিপ্লেক্স

বড় বিনিয়োগের তথ্য গোপন করলো মাগুরা মাল্টিপ্লেক্স

by fstcap

সিঙ্গাপুর-ভিত্তিক কোম্পানি এক্সস্পিড ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি। নতুন প্রকল্পের এই চুক্তি সম্পর্কে বিনিয়োগকারীদের কাছে গোপন করেছে কোম্পানিটি। অর্থাৎ মূল্য সংবেদনশীল তথ্য বা পিএসআই প্রকাশ করা হয়নি। যা বিনিয়োগকারীদের জন্য যথেষ্ট উদ্বেগজনক। বড় অঙ্কের বিনিয়োগের তথ্য প্রকাশ না করে আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের তথ্য পিএসআই আকারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করার বিধান রয়েছে।

 

সূত্র জানায়, কোম্পানিটি সম্প্রতি বিদেশি কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন খাতে যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করবে। এতে বড় বিনিয়োগ দেশে আসবে। তবে দেশের প্রাচীনতম ব্যবসায়ী পরিবার মাগুরা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান মাগুরা মাল্টিপ্লেক্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েও বিনিয়োগকারীদের প্রকল্প সম্পর্কে কোনো তথ্য জানায়নি। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সম্প্রতি মাগুরা মাল্টিপ্লেক্সের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কোম্পানি দুটি এই চুক্তির আওতায় বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিল্প, রিয়েল এস্টেট, কৃষিভিত্তিক পণ্য, চেইন কোল্ড স্টোরেজ, সাইবার সিকিউরিটিসহ বেশ কিছু খাতে যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করবে। এছাড়া ব্যবস্থাপনা সক্ষমতা, বিস্তৃত নেটওয়ার্ক ও উন্নত অবকাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে এক্সস্পিডের আনা বিনিয়োগ, প্রযুক্তি ও অভিজ্ঞ পেশাদার টিম। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে মাগুরা মাল্টিপ্লেক্সের জমিতে স্মার্ট শিল্প পার্ক তৈরি করা হবে। এই শিল্প পার্কে থাকবে একীভূত উৎপাদন অঞ্চল, বন্ডেড লজিস্টিক হাব এবং বাণিজ্যিক ও আবাসিক কমপ্লেক্স। দেশে চিকিৎসা খাত উন্নয়নে কাজ করা হবে, গড়ে তোলা হবে অত্যাধুনিক হাসপাতাল। এ ছাড়া উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলাসহ আরও কিছু ব্যবসায়িক খাত নিয়ে কাজ করা হবে এই চুক্তির আওতায়।

এ বিষয়ে জানতে মাগুরা মাল্টিপ্লেক্সের কোম্পানি সচিব মো. মুস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান অর্থসংবাদকে বলেন, এবিষয়টি আমার জানা নাই। সিআরও’র সাথে কথা বলেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম তথ্য গোপন রাখার বিষয়ে অর্থসংবাদকে বলেন, এই বিষয়ে আমি এখনো অবগত নই। সঠিক না হয়ে কোনো মন্তব্য করতে পারবো না। তবে ইনসাইডার ট্রেডিং প্রভিশন বিধিমালা-২০২২ অনুযায়ী এটা প্রাইস সেনসেটিভ হলে সেভাবে ডিসক্লোজার করবে। এটা নিয়ে কোনো অভিযোগ থাকলে বা পত্রিকায় আসলে সে অনুযায়ী ডিপার্টমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে।

বড় বিনিয়োগের তথ্য গোপন করলো মাগুরা মাল্টিপ্লেক্স

Maguraplex

You may also like