Home Featured ফ্লোর প্রাইস প্রত্যাহারে বিএসইসি চেয়ারম্যানের নির্দেশনা স্থগিত

ফ্লোর প্রাইস প্রত্যাহারে বিএসইসি চেয়ারম্যানের নির্দেশনা স্থগিত

by fstcap

ফ্লোর প্রাইস প্রত্যাহারে বিএসইসি চেয়ারম্যানের নির্দেশনা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : গত ৮ আগস্ট বিএসইসির পদত্যাগী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এক নির্দেশনায় বাকি ৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল। তবে তিনি ১০ আগস্ট পদত্যাগ করার পরে ওই নির্দেশনাটি স্থগিত করছে বিএসইসি।

উভয় স্টক এক্সচেঞ্জ থেকে জানা যায়, বিএসইসির ফ্লোর প্রাইস প্রত্যাহারের নির্দেশনা পরিপালনে প্রস্তুতও ছিল দুই স্টক এক্সচেঞ্জ। কিন্তু বিএসইসি থেকে ওই নির্দেশনা কার্যকর না করার জন্য মৌখিকভাবে জানিয়েছে। বিএসইসি এই নিয়ে লিখিতও দেবে। তাই ফ্লোর প্রাইস প্রত্যাহারের নির্দেশনাটি কার্যকর হচ্ছে না।

এর আগে গোপন আস্তানা থেকে বিএসইসির পদত্যাগী চেয়ারম্যান নির্দেশনা দিয়েছিলেন, আজ রোববার থেকে বেক্সিমকো, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে। আর আগামি ১৪ আগস্ট থেকে বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে।

source: https://www.sharenews24.com/article/88690/index.html

You may also like