August 21, 2025 2:15 pm
Home Stock Market পুঁজিবাজারে আনার তালিকায় ৬ বহুজাতিক কোম্পানি

পুঁজিবাজারে আনার তালিকায় ৬ বহুজাতিক কোম্পানি

by fstcap

বাংলাদেশে চালু সরকারি অংশীদারত্ব থাকা এমন বহুজাতিক কোম্পানির শেয়ার পুঁজিবাজারে ছাড়তে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছে সরকার; যাতে ছয়টি যৌথ বিনিয়োগের বিদেশি কোম্পানির তালিকা তৈরি করা হয়েছে।

এগুলো ছাড়াও বৈঠকে রাষ্ট্রীয় মালিকানার আরও কিছু কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে সেগুলোর তালিকাও করা হয়েছে।

বহুজাতিক কোম্পানিগুলো হল- ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), সাইনোভিয়া (সাবেক স্যানোফি) বাংলাদেশ, নোভার্টিস (বাংলাদেশ), সিনজেন্টা (বাংলাদেশ) ও নেসলে বাংলাদেশ।

 

এর মধ্যে দেশের পুঁজিবাজারে ইউনিলিভারের একটি সাবসিডিয়ারি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত অবস্থাতেই গ্ল্যাক্সো স্মিথক্লাইন (জিএসকে) এর কনজিউমার অংশটি ২০২০ সালে কিনে নেয় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি। মালিকানা বদলের পর এটির নাম হয় ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।

তালিকায় থাকা রাষ্ট্রায়ত্ত কোম্পানি- পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, বি-আর পাওয়ারজেন, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলি গ্যাস কোম্পানি লিমিটেড, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশন।

 

 

রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার মধ্যেকার ব্ঠৈকের আলোচনার ভিত্তিতে এ তালিকার তথ্য দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএসইসি বলেছে, ‘‘দেশের যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে।”

অর্থ মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে যেসব বহুজাতিক কোম্পানিতে সরকারি মালিকানা রয়েছে সেগুলোতে সরকারি মালিকানার কমপক্ষে ৫ শতাংশ এবং বিদেশি মালিকানার কমপক্ষে ৫ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়তে সরকারেরে আগের সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়েও ইতিবাচক আলোচনা হয় বল আগের দিন শিল্প মন্ত্রণালয় জানিয়েছিল।

 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে শিল্প সচিব ওবায়দুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, জ্বলানি সচিব জিয়াউল হক, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় রাষ্ট্র মালিকানাধীন লাভজনক মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হওয়ার তথ্য দিয়েছে বিএসইসি।

https://bangla.bdnews24.com/stocks/0ca4da0ea3b4

You may also like