৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে চমক দেখিয়েছে ব্যাংক খাত। আলোচ্য সময়ে অধিকাংশ ব্যাংকের শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) বেড়েছে। সম্প্রতি প্রকাশিত ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
জানা যায়, দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংক দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন, ২০২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদর প্রকাশ করেছে। এর মধ্যে ২৬টি ব্যাংকের সম্পদমূল্য (এনএভি) বেড়েছে। একই সময়ে সম্পদমূল্য (এনএভি) কমেছে ৮টির। তবে আলোচ্য সময়ে আইসিবি ইসলামীক ব্যাংকের সম্পদমূল্য মাইনাসে রয়েছে। এছাড়া, দ্বিতীয় প্রান্তিকে এনআরবি ব্যাংকের সম্পদমূল্য ১২ টাকা ৭০ পয়সা হয়েছে। নতুন তালিকাভুক্তির কারণে গত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের তথ্য না পাওয়া ব্যাংকটির সম্পদমূল্য বৃদ্ধি বা কমার বিষয়টি তুলে ধরা সম্ভব হয়নি।
ব্যাংকগুলো হলো- আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ
ইসলামী ব্যাংক, আইএফআইসি লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, এসবিএসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং উত্তরা ব্যাংক।
আল আরাফাহ্ ইসলামী ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ১৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২১ টাকা ৩৯ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৮৩ পয়সা।
ব্যাংক এশিয়া : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৫ টাকা ৮০ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৭১ পয়সা।
ব্র্যাক ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৩৮ টাকা ৯২ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ১ টাকা ৩ পয়সা।
ঢাকা ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২২ টাকা ৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৫২ পয়সা।
ইস্টার্ন ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ১ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৩০ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৬৪ পয়সা।
এক্সিম ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৩ টাকা ৭ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ১ টাকা ৭ পয়সা।
ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২০ টাকা ৩৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ২ টাকা ১৩ পয়সা।
আইএফআইসি লিমিটেড : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৮ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৪৭ পয়সা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৬ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৪৪ টাকা ৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ২ টাকা।
যমুনা ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৪ টাকা ৯৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ২ টাকা ৯ পয়সা।
মার্কেন্টাইল ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৩ টাকা ৪৩ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ১ টাকা ৫১ পয়সা।
মিডল্যান্ড ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১২ টাকা ৯১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ১ টাকা ৩৮ পয়সা।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২২ টাকা ৭৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ২ টাকা ৫০ পয়সা।
এনআরবিসি ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২১ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৫ টাকা ৮৪ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ১ টাকা ৩৭ পয়সা।
ওয়ান ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৯ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৫৮ পয়সা।
প্রিমিয়ার ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৩২ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২০ টাকা ৩৯ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ১ টাকা ৯৩ পয়সা।
প্রাইম ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৮ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৮ টাকা ৫৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৩ টাকা ২২ পয়সা।
পূবালী ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৪২ টাকা ৭৪ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ১ টাকা ৫৫ পয়সা।
রূপালী ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৫০ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৩৬ টাকা ৮১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৬৯ পয়সা।
এসবিএসি ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮০ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৩ টাকা ২৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৫৫ পয়সা।
শাহজালাল ইসলামী ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২০ টাকা ৮২ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ১ টাকা ৫৪ পয়সা।
সোস্যাল ইসলামী ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২২ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২০ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৫৪ পয়সা।
স্ট্যান্ডার্ড ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৬ টাকা ১৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৮৫ পয়সা।
ট্রাস্ট ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬১ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৫ টাকা ৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৩ টাকা ৫৫ পয়সা।
ইউনিয়ন ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১৬ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৫ টাকা ৫৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৬০ পয়সা।
উত্তরা ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৫ টাকা ১৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ৩ টাকা ২৪ পয়সা।
এদিকে, দ্বিতীয় প্রান্তিকে সম্পদমূল্য (এনএভি) কমেছে ৮ ব্যাংকের। ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং ইউসিবি।
এবি ব্যাংক: ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৪৬ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৯ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) কমেছে ১ পয়সা।
সিটি ব্যাংক: ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১২ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৯ টাকা ৯৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) কমেছে ১ টাকা ৮৪ পয়সা।
ডাচ-বাংলা ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৫৬ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৫৭ টাকা ১২ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) কমেছে ১ টাকা ৫৬ পয়সা।
গ্লোবাল ইসলামী ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৪ টাকা ৫১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) কমেছে ১১ পয়সা।
ন্যাশনাল ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯৯ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১০ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) কমেছে ৬ টাকা ৯৫ পয়সা।
এনসিসি ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৩ টাকা ১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) কমেছে ৬৭ পয়সা।
সাউথইস্ট ব্যাংক : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৬ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) কমেছে ৬৩ পয়সা।
ইউসিবি : ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬৯ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৯ টাকা ৯ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য (এনএভি) কমেছে ৪০ পয়সা।
second trimester bank sector