শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের ফেনি পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
কোম্পানিটি ফেনি ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ বিক্রি করার কারণ হিসাবে জানিয়েছে, দীর্ঘদিন পার হয়ে গেলেও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিব) ওই পাওয়ার প্লান্টটির চুক্তি নবায়ন করছে না। এছাড়া ভবিষ্যতে ইতিবাচক কোন কিছুর সম্ভাবনা অনিশ্চিত।
এই পরিস্থিতিতে পাওয়ার প্লান্টটির স্থায়ী সম্পদ (জমি ছাড়া) ১০ কোটি ৫ লাখ টাকা বিক্রির লক্ষ্যে ডরিন পাওয়ার ও ট্রাস্ট মেরিন সার্ভিসেসের সঙ্গে চুক্তি হয়েছে। আর পাওয়ার প্লান্টটির জমি পরবর্তীতে বাজার দরে বিক্রি করা হবে।
Doreen Power