Home Stock Market জুট স্পিনার্স সম্পদের চেয়ে দায় বেশি

জুট স্পিনার্স সম্পদের চেয়ে দায় বেশি

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের কয়েক বছর ধরেই বড় লোকসান হচ্ছে। যা কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকে কয়েকগুণ বেশি। যার ব্যতিক্রম হয়নি সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায়ও। যে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের ৬ গুণেরও বেশি। এ ছাড়া ৫৮ গুণের বেশি নিট দায়ের পরিমাণ। তারপরেও ধ্বংস হয়ে যাওয়া জুট স্পিনার্স স্বল্প মূলধনী হওয়ায় শেয়ার দর মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির থেকে এগিয়ে।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।  কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ার প্রতি লোকসান হয়েছে (৬৪.৪৫) টাকা। এ হিসাবে ১ কোটি ৭০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১০ কোটি ৯৬ লাখ টাকা।
এর আগে কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ার প্রতি লোকসান হয়েছে (৮৩.৭৮) টাকা। এ হিসাবে নিট লোকসান হয়েছিল ১৪ কোটি ২৪ লাখ টাকা। আর ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি (৪৪.৮৪) টাকা করে মোট ৭ কোটি ৬২ লাখ টাকার লোকসান হয়েছিল।
এ কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে গত ৩০ জুন ঋণাত্মক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে (৫৮৭.৮৭) টাকায়। অর্থাৎ কোম্পানিটির সম্পদের চেয়ে ৯৯ কোটি ৯৪ লাখ টাকা দায়ের পরিমাণ বেশি। এ ছাড়া কোম্পানিটিতে শ্রমিক জটিলতা, পাওনাদারদের টাকা পরিশোধে অক্ষমতা, নতুন পণ্য উন্নয়নে অর্থায়নে অক্ষমতা, উৎপাদনে ব্যাঘাত, ঋণের শর্ত পরিপালনের অক্ষমতা, নতুন প্রতিযোগীদের আগমন, মূল ম্যানেজমেন্টের অপর্যাপ্ততা এবং পরিচালন নগদ প্রবাহের সমস্যা রয়েছে।

এ ছাড়া জনতা ব্যাংক ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি টাকা আদায়ে আইনগত পদক্ষেপ নিয়েছে। এসব সমস্যায় জর্জরিত থাকা জুট স্পিনার্সের ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে খুবই সন্দেহ প্রকাশ করেছেন নিরীক্ষক।
ধ্বংস হয়ে যাওয়া জুট স্পিনার্সের রবিবার শেয়ার দর দাঁড়িয়েছে ২৩৬.২০ টাকায়। এমন একটি কোম্পানিতেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ ২৩.২০ শতাংশ।

Jutespinn

You may also like