August 21, 2025 8:40 pm
Home Banking চীনের হুজু ব্যাংকের সাথে ত্রিপাক্ষিক চুক্তিতে এক্সিম ব্যাংক

চীনের হুজু ব্যাংকের সাথে ত্রিপাক্ষিক চুক্তিতে এক্সিম ব্যাংক

by fstcap

কৌশলগত ব্যবসায়িক সহযোগিতা কাঠামোর মাধ্যমে আন্তঃদেশীয় অর্থায়নের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে চীনের ব্যাংক অব হুজু, মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিস এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক)। সম্প্রতি চীনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল আজিজ, ব্যাংক অব হুজু’র ভাইস প্রেসিডেন্ট উ রঙ্গলিন এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ আমিরুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং স্বাক্ষরিত চুক্তিপত্রটি ব্যাংক অব হুজু’র এর চেয়ারম্যান এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল আজিজ এর কাছে হস্তান্তর করেন।

এই চুক্তির মাধ্যমে এক্সিম ব্যাংক এবং অপর দু’টি প্রতিষ্ঠান এক সঙ্গে দেশে ও বিদেশে আন্তঃ ব্যাংকিং সহযোগিতা এবং বহুজাতিক আর্থিক সহায়তা নিয়ে কাজ করতে পারবে।

Upload Panel

Exim Bank

You may also like