July 7, 2025 8:53 pm
Home Stock Market চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার রাজত্ব শেষ, দায়িত্বে নৌবাহিনী

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার রাজত্ব শেষ, দায়িত্বে নৌবাহিনী

by fstcap

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) থেকে বিদায় নিচ্ছে বহুল আলোচিত প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক। আজ সোমবার (০৭ জুলাই) থেকে এই টার্মিনালের পরিচালনার দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চিটাগং ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তির সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। সোমবার চুক্তি স্বাক্ষরের পর সাইফ পাওয়ার টেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে। চিটাগং ড্রাইডক লিমিটেড একটি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান, যা চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই অবস্থিত।

উল্লেখ্য, সাইফ পাওয়ার টেক শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি। শেয়ারবাজারে কোম্পানিটির আগমণ ২০১৪ সালে। এনসিটি’র পরিচালনা ছাড়লেও সাইফ পাওয়ার টেক চুক্তি অনুযায়ী বন্দরের অন্যতম টার্মিনাল চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা অব্যাহত রাখবে।

কোম্পানিটির ডিভিডেন্ড প্রদানের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, শুরুতে সাইফ পাওয়ার টেক শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিয়েছে। ২০১৪ সালে ২৭ শতাংশ বোনাস, ২০১৫ সালে ২৯ শতাংশ বোনাস, ২০১৬ সালে ২৭ শতাংশ বোনাস এবং ২০১৭ সালে ২৮ শতাংশ বোনাস ডিভিডেন্ড প্রদান করে। তবে এরপর থেকে ধারাবাহিকভাবে ডিভিডেন্ডের পরিমাণ কমতে শুরু করে। ২০২২ সাল পর্যন্ত ডিভিডেন্ডের পরিমাণ ১০ শতাংশের নিচে না নামলেও ২০২৩ সালে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয়নি এবং সর্বশেষ ২০২৪ সালে মাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে।

https://sharenews24.com/article/105384/index.html

Saifpower

You may also like