July 11, 2025 1:16 am
Home Stock Market গাড়ির নতুন ব্যাটারি বাজারে আনল ওয়ালটন

গাড়ির নতুন ব্যাটারি বাজারে আনল ওয়ালটন

by fstcap

বাজারে বিভিন্ন ধরনের গাড়ির জন্য নতুন সাতটি মডেলের ব্যাটারি (কার ব্যাটারি) বাজারে এনেছে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন। গ্রাভিটন সিরিজের এই ব্যাটারি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার), মাইক্রো বাস, পিকআপ ভ্যান ও অটোরিকশায় (সিএনজি) ব্যবহার উপযোগী।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের ব্যাটারির বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করেন সংগীতশিল্পী তাহসান খান। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিশাত তাসনিমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরবরাহকারী ও পরিবেশকেরা উপস্থিত ছিলেন।

 
 

বাজারে আসা ওয়ালটনের কার-ব্যাটারির নতুন মডেলগুলো হলো গ্রাভিটন এন৫০জেড, গ্রাভিটন এন৫০জেডএল, গ্রাভিটন এনএস৪০জেডএল, গ্রাভিটন এনএস৬০এল, গ্রাভিটন এনএস৭০, গ্রাভিটন এএক্স১২০-৭ ও গ্রাভিটন এনএক্স১২০-৭ এল। ওয়ালটনের তৈরি প্রিমিয়াম শ্রেণির এসব গাড়ির ব্যাটারি ৮ হাজার ৬৫০ টাকা থেকে ১৫ হাজার ৬০০ টাকা দামের মধ্যে পাওয়া যাবে। সারা দেশে ওয়ালটনের পরিবেশক ও সরবরাহকারীদের বিক্রয়কেন্দ্র থেকে এসব ব্যাটারি কিনতে পারবেন গ্রাহকেরা।

 

অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, ‘স্মার্ট ইলেকট্রনিক পণ্য থেকে মোবাইল, ল্যাপটপ—সব ক্ষেত্রেই ওয়ালটন এখন দেশের গর্ব। নিজস্ব কারখানায় তৈরি সিলড মেইনটেন্যান্স ফ্রি কার ব্যাটারি উদ্বোধনের মধ্য দিয়ে ওয়ালটনের নিরন্তর এ অগ্রযাত্রায় আরেকটি গৌরবময় অধ্যায় যুক্ত হলো। এটি আমাদের উৎপাদন সক্ষমতা, গবেষণা দক্ষতা ও গ্রাহকের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।’ ভবিষ্যতে লো মেইনটেন্যান্স কার ও কমার্শিয়াল ভেহিকেল ব্যাটারি, সোলার ও আইপিএস ব্যাটারি বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম জানান, দেশে গাড়ির ব্যাটারির বার্ষিক চাহিদা প্রায় পাঁচ লাখ ইউনিট। এটির বাজারের আকার ৩০০ কোটি টাকার বেশি।

https://www.prothomalo.com/business/industry/7plf0ofvzd

Walton Waltonhil

You may also like