April 11, 2025 6:09 am
Home Stock Market কাট্টালি টেক্সটাইলকে ডিএসইর’র লিস্টিং ফি পরিশোধের নির্দেশ

কাট্টালি টেক্সটাইলকে ডিএসইর’র লিস্টিং ফি পরিশোধের নির্দেশ

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেডকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং ফি এক মাসের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (০৯ এপ্রিল) অনুষ্ঠিত বিএসইসির ৯৫০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ে ফি পরিশোধ করতে ব্যর্থ হলে কোম্পানিটির প্রত্যেক পরিচালক (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) ২ লাখ টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

এছাড়া, কোম্পানির পক্ষ থেকে ২৫ কোটি টাকার আইপিও তহবিল তছরুপের অভিযোগও দুদকে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

https://sharenews24.com/article/100793/index.html

KTL

You may also like