Home Finance এসিআই মোটরসের ১৮% শেয়ার কিনল জাপানি কোম্পানি

এসিআই মোটরসের ১৮% শেয়ার কিনল জাপানি কোম্পানি

by fstcap

দেশীয় কোম্পানি এসিআই মোটরসের মালিকানায় এসেছে জাপানের মিতসুই অ্যান্ড কোম্পানি। বিদ্যমান শেয়ার থেকে ১৮ শতাংশ ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার ডলারে কিনেছে জাপানের কোম্পানিটির সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান। এ খবর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে মিতসুই অ্যান্ড কোম্পানি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসিআই মোটরসের চেয়ারম্যান আনিস উদ দৌলা নিজের ১৪ শতাংশ শেয়ার বিক্রি করেছেন এবং কোম্পানির বিদেশি বিনিয়োগকারী এফএমও তাদের শেয়ার থেকে সাড়ে ৪ শতাংশ বিক্রি করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে এটি জাপানের কোনো কোম্পানির বড় সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই)।
এসিআই মোটরস বাংলাদেশে কৃষি যন্ত্রের পাশাপাশি মোটরসাইকেল, অবকাঠামো উন্নয়নকাজসংশ্লিষ্ট যন্ত্র উৎপাদন ও বাজারজাত করে থাকে। অন্যদিকে মিতসুই অ্যান্ড কোম্পানি জাপানের অন্যতম বৃহৎ কোম্পানি। বিশ্বের ৬১টি দেশে তাদের কার্যক্রম রয়েছে। বছরে কোম্পানির আয় ১০০ বিলিয়ন ডলারের বেশি। তাদের লোহা ও ইস্পাত পণ্য, খনিজ ও ধাতব সম্পদ, অবকাঠামো প্রকল্প, রাসায়নিক, জ্বালানি, খাদ্যপণ্য, ভোক্তা সেবা, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে।
বিনিয়োগের ঘোষণা দিয়ে মিতসুই বলেছে, কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে জীবনমান উন্নত করতে এসিআই মোটরসে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের ১৭ কোটিরও বেশি মানুষের দ্রুত বর্ধনশীল বাজারকে তারা কাজে লাগাতে চায়। কৃষি, পরিবহন এবং অবকাঠামো খাতে সমন্বিত গতিশীলতা ও যান্ত্রিকীকরণের উন্নয়নে অবদান রাখার ইচ্ছা রয়েছে তারা।
এ বিষয়ে এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস সমকালকে বলেন, ‘মিতসুই জাপানের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ। এ গ্রুপের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টি নিঃসন্দেহে গর্বের বিষয়। আমরা এই অংশীদারিত্বের মাধ্যমে জাপানের প্রযুক্তি সহায়তা পাব আশা করছি, যার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও প্রযুক্তি খাতে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং এসিআই মোটরসকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।’
মিতসুইয়ের শীর্ষ পর্যায়ের দুই নির্বাহী কর্মকর্তা এখন এসিআই মোটরসে যোগ দেবেন, যা কোম্পানির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কৌশলে সহায়ক হবে বলে জানান তিনি।

https://samakal.com

ACI motors japan company

You may also like