116
বর্ধিত অফিস বা এক্সটেনশন অফিস স্থাপনের ক্ষেত্রে আরেকটু সুবিধা পেলেন স্টক ব্রোকার ও ডিলাররা। কোনো সিটি করপোরেশনের অভ্যন্তরে অবস্থিত মূল অফিসের বর্ধিত অফিস অন্য সিটি করপোরেশনের ভেতরে করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে এ ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনকে একটি বিবেচনা করা হবে। এমনকি ভবিষ্যতে কোনো সিটি করপোরেশন বিভক্ত হলেও এ সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে স্টক এক্সচেঞ্জগুলোর কাছে পাঠানো হয়েছে।
বিএসইসির আগের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশন আলাদা হিসেবে বিবেচ্য হয়। এতে বেকায়দায় পড়েন ব্রোকার ও ডিলাররা। তাঁদের আপত্তির কারণে বিএসইসির নির্দেশনায় সংশোধনী এনেছে।
সূত্রঃ আজকের পত্রিকা
extension office broker benifit subidha