December 22, 2025 5:57 pm
Home Finance ই-রিটার্নের সঙ্গে যুক্ত হবে ব্যাংকিং তথ্য

ই-রিটার্নের সঙ্গে যুক্ত হবে ব্যাংকিং তথ্য

by fstcap

আগামী বছর থেকে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও) তথ্য নেবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। সে লক্ষ্যে ই-রিটার্নের সাথে বিও হিসাব যুক্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। 

 

আজ রোববার ঢাকা রিপোর্টাস ইউনিটির সদস্যদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের লভ্যাংশের হিসাব এবং বিনিয়োগের হিসাব রাখতে ব্যাংকিং সিস্টেমের সাথে সংযোগ করা হবে। এতে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নষ্ট হবে না। এ তথ্য শুধুমাত্র বিও হিসাবধারীরা দেখতে পাবেন।’

 
 

ই-রিটার্ন আরও সহজ করতে আগামী বছর থেকে অ্যাপ চালু করার ঘোষণা দেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। ফলে চাইলে যে কেউ মোবাইলে ই-রিটার্ন সাবমিট করতে পারবেন। 

 

এনবিআর চেয়ারম্যান জানান, ই-রিটার্ন চালুর পর থেকে এখন পর্যন্ত ২৬ লাখ লোক রির্টান জমা দিয়েছেন। এছাড়া মোট ৪২ লাখ রেজিস্ট্রেশন করেছেন। এ মাসে আরও ১৫-১৬ লাখ জমা দেবেন বলে প্রত্যাাশা করেন তিনি।

https://www.itvbd.com/economy/share-market/251259/ই-রিটার্নের-সঙ্গে-যুক্ত-হবে-ব্যাংকিং-তথ্য

 

You may also like