Home Stock Market ইসলামী ব্যাংকের ১৩১.৮৯ কোটি শেয়ার জব্দ, লেনদেনযোগ্য ১৮.৪০ কোটি

ইসলামী ব্যাংকের ১৩১.৮৯ কোটি শেয়ার জব্দ, লেনদেনযোগ্য ১৮.৪০ কোটি

by fstcap

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে এস আলম গ্রুপের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের মোট ১৩১.৮৯ কোটি শেয়ার জব্দ বা ‘লকড-ইন’ করা হয়েছে, যা ব্যাংকটির মোট শেয়ারের ৮১.৯২ শতাংশ।

এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকটির লেনদেন যোগ্য শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১৮.৪০ কোটিতে, যা ব্যাংকের মোট শেয়ারের ১১.৪৩ শতাংশ।

সেপ্টেম্বর মাসের শেয়ারধারণ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক। প্রতিবেদনটি ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

এর আগে, গত ২৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক চিঠির পরিপ্রেক্ষিতে এস আলমের মালিকানায় থাকা ব্যাংকটির শেয়ার জব্দ করেছে বিএসইসি।

বিএসইসি’র দেওয়া আদেশে জানানো হয়েছে, এস আলম-সহ ২৬ ব্যাক্তি এবং গ্রুপের ৫৬টি প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ব্যাংকটির শেয়ার দর ছিল ৫৬.৮০ টাকা। এই দরে এস আলমের কাছে থাকা মোট শেয়ারের মূল্য দাঁড়ায় ৭ হাজার ৪৯১ কোটি টাকা।

 

ISLAMIBANK IBBL

You may also like