174
			
				            
							                    
							        
    সুপরিকল্পিতভাবে শেয়ারবাজার থেকে টাকা তুলে নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীসহ বিভিন্ন পক্ষকে ক্ষতিগ্রস্ত করেছে চিহ্নিত একটি গোষ্ঠী। আর নিয়ন্ত্রক সংস্থাগুলো কাজ করেছে এই গোষ্ঠীর হয়ে। তবে এই বাজার ঠিক করতে ভালো কোম্পানির শেয়ার আনার পাশাপাশি আইপিও বাণিজ্য বন্ধ করতে হবে। ২১ সেপ্টেম্বর টিবিএস’র এক রাউন্ড টেবিল বৈঠকে এসব সুপারিশ উঠে আসে। বিশ্লেষকরা আরও বলেন, বাজার ভালো করতে দ্রুত একটি সংস্কার কমিশন গঠন করতে হবে।
			        
														
