Home Featured অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদন করবে সোনালী পেপার

অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদন করবে সোনালী পেপার

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড অ্যালুমিনিয়াম হাউজ ফয়েল উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যায়ে ফয়েল উৎপাদনের একটি লাইন স্থাপন করবে কোম্পানিটি।

সোমবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানি সূ্ত্রে জানা গেছে।

কোম্পানিটি ইতোমধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদনের একটি মেশিন আমদানিও করেছে। এটি কোম্পানির কারখানা প্রাঙ্গনে স্থাপন করা হয়েছে।

স্থাপিত মেশিনটির দৈনিক উৎপাদনক্ষমতা ৩ হাজার ৫০০ পিস এবং বার্ষিক উৎপাদনক্ষমতা ১২ লাখ ৬০ হাজার পিস।

কোম্পানির তথ্য অনুযায়ি, এই ফয়েল পেপার রান্না, ফ্রিজিং, খাদ্য মুড়িয়ে রাখা, প্যাকেজিং ইত্যাদিতে ব্যবহৃত হয়। কোম্পানিটি এই পেপার দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল বক্সও উৎপাদন এবং বাজারজাত করবে।

সূত্রঃ শেয়ারনিউজ

 

sonali papers and board mills ltd aluminium house foil ipo

You may also like