May 22, 2025 4:50 pm
Home Stock Market অনিয়ম ও কারসাজিতে জড়িত ৬১৭ বিও হিসাব স্থগিত করেছে বিএসইসি

অনিয়ম ও কারসাজিতে জড়িত ৬১৭ বিও হিসাব স্থগিত করেছে বিএসইসি

by fstcap

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে অনিয়ম, দুর্নীতি এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে ৬১৭টি বেনিফিশারি ওনার্স (বিও) হিসাব স্থগিত করেছে। এই হিসাবগুলোর লেনদেন গত আট মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে, যা বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য নেয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র জানায়, বর্তমানে শেয়ারবাজারে নিবন্ধিত বিও হিসাবের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার ৩৭৬। এর মধ্যে ২০২৩ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং অস্বাভাবিক লেনদেনের কারণে কিছু বিও হিসাবের উপর নজরদারি বাড়ানো হয়। সন্দেহজনক হিসাবগুলোতে অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক যোগসাজশ এবং কারসাজির প্রমাণ পাওয়ায় তাদের স্থগিতের নির্দেশ দেয়া হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত মোট ৬১৭টি বিও হিসাব স্থগিত রয়েছে। এর মধ্যে ৩৫৭টি হিসাব দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ব্যাংক এবং উচ্চ আদালতের অনুরোধে বন্ধ করা হয়েছে। এছাড়া কিছু হিসাব সরকারি সংস্থা ও বিএসইসির নিজস্ব উদ্যোগে স্থগিত করা হয়েছে।

এছাড়াও, ১০৯টি হিসাব কারসাজি ও বিভিন্ন অনিয়মের প্রমাণে বন্ধ করা হয়েছে। এসব হিসাবের মালিকদের বিরুদ্ধে বিএসইসি জরিমানা আরোপ করেছে। পাশাপাশি, ছয়টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিও হিসাবও বন্ধ করা হয়েছে।

অপর দিকে, ৩৩ জন প্রভাবশালী ব্যক্তির বিও হিসাবও বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে, যাদের বিরুদ্ধে বাজারে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। এঁদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ মোট ১২৭টি হিসাব স্থগিত করা হয়েছে।

এখনো পর্যন্ত এই স্থগিত হিসাবগুলো কবে পুনরায় চালু হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় ঘোষণা করেনি বিএসইসি। তবে জানা গেছে, শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করা হবে। যদি নির্দোষ প্রমাণিত হয়, তবে এই হিসাবগুলো পুনরায় চালু করার সম্ভাবনা রয়েছে।

https://sharenews24.com/article/103087/index.html

You may also like