July 27, 2024 12:19 am
Home Finance ২০২৩ সালে অধিকাংশ মিউচুয়াল ফান্ডের সম্পদমূল্য কমেছে

২০২৩ সালে অধিকাংশ মিউচুয়াল ফান্ডের সম্পদমূল্য কমেছে

by fstcap

সদ্য বিদায় নেয়া ২০২৩ সাল দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতও ভালো যায়নি। এ সময়ে বাজারে অধিকাংশ ফান্ডের সম্পদমূল্য কমেছে। পাশাপাশি অনেক ফান্ডের ইউনিটে রিটার্ন শূন্য এসেছে। সিটি ব্যাংক ক্যাপিটালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুসারে, বিদায়ী বছরে পুঁজিবাজারে ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৫টির সম্পদমূল্য বেড়েছে এবং কমেছে ২২টির। সম্পদমূল্য বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। ফান্ডগুলোর সম্পদমূল্য বেড়েছে যথাক্রমে ৬০ দশমিক ৮, ৪৪ দশমিক ১, ৪২ দশমিক ২ ও ২৮ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে সম্পদমূল্য কমে যাওয়ার তালিকায় ২২টি ফান্ডের মধ্যে আইসিবি এমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ১০০ শতাংশ, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬৪ দশমিক ৯, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৯ দশমিক ৫ ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৪ দশমিক ৪ শতাংশ সম্পদমূল্য কমেছে। 

আলোচ্য বছরে ইউনিট রিটার্নের দিক থেকে শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। এ চার ফান্ডে যথাক্রমে ইউনিট রিটার্ন এসেছে ৯৫ দশমিক ৮, ২০ দশমিক ৮, ২০ দশমিক ৫ ও ১৫ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্ন এসেছে সিএমপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ও ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। এ দুই ফান্ডের রিটার্ন কমেছে যথাক্রমে ৫ দশমিক ১ ও ২ দশমিক ৯ শতাংশ। এছাড়া ১৬টি ফান্ডের শূন্য রিটার্ন এসেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২০২৩ সালে বেড়েছে মাত্র দশমিক ৬ শতাংশ। এ সময়ে গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৫৮০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম।

source: bonikbarta.net

 

mutual fund 2023 pujibazar stockmarket

You may also like