128
এতদ্বারা ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেডের সকল কর্মকর্তা,কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ছবিতে প্রদর্শিত ব্যক্তি মোঃ মশিউর রহমান মজুমদার ওরফে বিপ্লব, পিতাঃ মোঃ আলী আশ্রাফ মজুমদার, মাতা: আনোয়ারা বেগম, গ্রামঃ নিজমেহার, ডাকঘরঃ শাহ্রাস্তি, থানাঃ শাহ্রাস্তি জেলাঃ চাঁদপুর উক্ত প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন । বিগত ২১/০৮/২০২৩ ইং তারিখে আর্থিক অনিয়ম ও আত্নসাতের অভিযোগে তাকে চাকুরী হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়, বর্তমানে তার বিরুদ্ধে বিজ্ঞ আমলি আদালত শাহ্রাস্তি, চাঁদপুরে মামলা নং সি আর ৪০৩/২০২৩ দায়ের করা হয়েছে। এ কারণে উক্ত ব্যক্তির সাথে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন অথবা তথ্য আদান প্রদান করা হতে বিরত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হলো ।
বিষয়টি আপনাদের অবগতি ও সতর্কতার স্বার্থে প্রচার করা হলো।
জনস্বার্থে
ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিঃ