July 26, 2024 8:16 pm
Home Stock Market ব্যাংক হিসাব সচল হয়েছে ফু-ওয়াং ফুডের

ব্যাংক হিসাব সচল হয়েছে ফু-ওয়াং ফুডের

by fstcap

bank stockmarket investment sharebazar pujibazar investment Bsec dse cse

<b>পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুডস লিমিটেডের ব্যাংক হিসাব সচল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফু-ওয়াং ফুডস লিমিটেডের কোম্পানি সচিব শরিফ মাহমুদ। তিনি সানবিডিকে বলেন, গত রোববার থেকে আমাদের ব্যাংক হিসেব সচল হয়েছে। ইতোমধ্যে আমরা বিষয়টি রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছি। এর আগে সোমবার (৯ অক্টোবর) ফু-ওয়াং ফুডস লিমিটেডের সকল প্রকার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১৫ এর উপ কর কমিশনার মো: রুহুল আমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের একটি বেসরকারি ব্যাংকে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, করদাতা কোম্পানী ফু-ওয়াং ফুডসের আয়কর বাবদ বকেয়া ৪ কোটি ৮২ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশত সাতাশি টাকা এখনো পরিশোধ করেনি। এমতাবস্থায়, আয়কর আইন ২০২৩ এর ২২১ ধারা অনুযায়ী, আপনি অবিলম্বে উক্ত খেলাপ কারীকে আপনার প্রদেয় অর্থ থেকে অথবা এখন কোন অর্থ আপনার প্রদেয় না হয়ে থাকলে অর্থ প্রদেয় হওয়া মাত্র অথবা খেলাপকারী অর্থ আপনার অধিকারে আসা মাত্র ৪ কোটি ৮২ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশত সাতাশি টাকা কর অঞ্চল-১৫-এ প্রদান করবেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর ২০২৩ ফু-ওয়াং ফুডসের প্রধান কর্মকর্তা বরাবর অপরিশোধিত আয়কর বাবদ বকেয়া ৪ কোটি ৮২ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশত সাতাশি টাকা পরিশোধের জন্য এনবিআরের কর অঞ্চল-১৫ থেকে চিঠি প্রদান করা হয়।</b>

Source: sunbd24.com

You may also like