November 16, 2025 12:35 pm
Home Stock Market বিএসআরএমের আয় বেড়েছে ৫৩ শতাংশ

বিএসআরএমের আয় বেড়েছে ৫৩ শতাংশ

by fstcap

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫৩ শতাংশ বেড়েছে।

 

সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৫৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল।

 

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৩১ পয়সা। গতবছর একই সময়ে ১১ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২৯ টাকা ৫৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৬ টাকা ৯০ পয়সা।

 

গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬০ টাকা ৪৭ পয়সা।

https://orthosongbad.com/343774/বিএসআরএমের-আয়-বেড়েছে-৫/#:~:text=পুঁজিবাজারে%20তালিকাভুক্ত%20প্রকৌশল%20খাতের%20কোম্পানি,(ইপিএস)%20৫৩%20শতাংশ%20বেড়েছে।

BSRMLTD

You may also like