December 10, 2024 5:47 am
Home Stock Market দেশে যৌথভাবে হেলমেট কারখানা করবে এটলাস ও রানার

দেশে যৌথভাবে হেলমেট কারখানা করবে এটলাস ও রানার

by fstcap

দেশে যৌথ বিনিয়োগে মোটরসাইকেলের হেলমেট তৈরির নতুন কারখানা স্থাপন করতে চায় সরকারি কোম্পানি এটলাস বাংলাদেশ। মোটরসাইকেল প্রস্তুতকারী বেসরকারি কোম্পানি রানার অটোমোবাইলসের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই কারখানা করতে চায় এটলাস। এ জন্য প্রতিষ্ঠানটি রানা ট্রেড পার্ক লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ আজ সোমবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে। কোম্পানিটি জানায়, এটলাস–রানার হেলমেট প্ল্যান্ট নামে নতুন এই কারখানা গড়ে তোলা হবে। তবে নতুন কারখানাটিতে কত টাকা বিনিয়োগ করা হবে এবং কবে নাগাদ তা চালু করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।

 
 
 

তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, নতুন কারখানার জন্য সম্ভাব্য বিনিয়োগ ধরা হয়েছে ১৮ কোটি টাকা। চুক্তি অনুযায়ী, এই কারখানা হবে ফিফটি–ফিফটি রেশিও বা পঞ্চাশ–পঞ্চাশ অনুপাতে। অর্থাৎ দুই পক্ষই বিনিয়োগের অর্ধেক টাকা বা ৯ কোটি টাকা করে দেবে। এই কারখানার মুনাফাও সমান দুই ভাগ হবে।

সূত্র জানায়, নতুন হেলমেট কারখানাটি হবে এটলাসের টঙ্গীর বিদ্যমান কারখানা এলাকায়। সমঝোতা চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সম্ভাব্যতা যাচাই করার পর কারখানা স্থাপনের বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে দুই কোম্পানির মধ্যে। ওই চুক্তির ৬ মাস থেকে এক বছরের মধ্যে কারখানা স্থাপন ও উৎপাদন শুরু হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ওই কারখানায় প্রায় ২৫০ জন লোকের কর্মসংস্থান হবে। তবে চূড়ান্ত চুক্তিতে বিনিয়োগের পরিমাণ ও কর্মসংস্থানের সংখ্যা কমবেশি হতে পারে।

 

সরকারি কোম্পানি এটলাস বাংলাদেশ বর্তমানে টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজন ও বিপণনের সঙ্গে যুক্ত। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি ৩ কোটি ৬৯ লাখ টাকার মোটরসাইকেল বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ১ কোটি ৬ লাখ টাকা। সেই হিসাবে এক বছরে কোম্পানিটির মোটরসাইকেল বিক্রি বেড়েছে ২ কোটি ৬৩ লাখ টাকা। কিন্তু বিক্রি বাড়লেও সব ধরনের খরচ মিটিয়ে কোম্পানিটি লাভে ফিরতে পারেনি। তবে লোকসান কমেছে। গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে লোকসান কমে প্রায় ৮৩ লাখ টাকায় নেমেছে, যা গত বছরের একই সময়ে ছিল ২ কোটি টাকার বেশি।

এদিকে নতুন হেলমেট কারখানা স্থাপনে সমঝোতা চুক্তি সইয়ের খবর প্রচার হওয়ায় আজ সোমবার শেয়ারবাজারে এটলাস বাংলাদেশের শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম এদিন ৫ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬ টাকা ৪০ পয়সা। এটলাস বাংলাদেশ দুর্বল মানের কোম্পানি হিসেবে শেয়ারবাজারে ‘জেড’ শ্রেণিভুক্ত। ২০২০ সালের পর এটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। সেবার এ কোম্পানি শেয়ারধারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

 

অন্যদিকে রানার অটোমোবাইলও শেয়ারবাজারে তালিকাভুক্ত। তবে এটলাসের সঙ্গে রানারের যে কোম্পানি হেলমেট কারখানা স্থাপনের চুক্তি করেছে, সেটি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। ফলে রানার অটোমোবাইলসের শেয়ারে এই চুক্তির খবরের ইতিবাচক কোনো প্রভাব পড়েনি।

মোটরসাইকেল ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানির তথ্য অনুযায়ী, দেশে বছরে তিন লাখের বেশি হেলমেট বিক্রি হয়। সড়ক পরিবহন আইন- ২০১৮ অনুযায়ী, মোটরসাইকেলচালক ও আরোহীর মানসম্মত হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক। গত বছর দেশে প্রথম হেলমেট তৈরির কারখানা স্থাপন ও উৎপাদন শুরু করে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ–আরএফএল গ্রুপ। এই কারখানায় গ্রুপটি প্রাথমিকভাবে ২০ কোটি টাকা বিনিয়োগ করে।

Runner Atlasbang

You may also like