July 26, 2024 8:13 pm
Home Finance দেশে চালু হলো ‘ব্যাংকাস্যুরেন্স’

দেশে চালু হলো ‘ব্যাংকাস্যুরেন্স’

by fstcap

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক এখন থেকে বীমা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। একই সঙ্গে ব্যাংকগুলো বীমা পণ্য বিপণন ও বিক্রির ব্যবসা করতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 
এতে বলা হয়, বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স প্রবর্তন করা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৭(১)(ল) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সব তফসিলি ব্যাংক বিমা কোম্পানির ‘কর্পোরেট এজেন্ট’ হিসেবে বিমা পণ্য বিপণন ও বিক্রি ব্যবসা ১২ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে করতে পারবে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
source: somoynews.tv
 
 
bancassurance in BD bangladesh
 

You may also like