July 27, 2024 10:06 am
Home National ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ৩৮ শতাংশ বেড়েছে

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ৩৮ শতাংশ বেড়েছে

by fstcap

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৩৭ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। একইসঙ্গে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৬৬ শতাংশ। আগের সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহেও চার কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৬ হাজার ৩০১ দশমিক ৭০ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৩ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ বেড়ে এক হাজার ৩৭৫ দশমিক ৯২ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ২৩ দশমিক ৬৫ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে দুই হাজার ১১৭ দশমিক ৯১ পয়েন্টে স্থির হয়। মোট ৪০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত ছিল ২০০ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ২৬টির। দৈনিক গড় লেনদেন হয় ৫৪৯ কোটি ৪৬ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৩৯৯ কোটি ৩১ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩৭ দশমিক ৬০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৭ দশমিক ১৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৯ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৬ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রূপালী ব্যাংক পিএলসির শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ৭৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৪ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা।

এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৮৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১০২ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা। বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৪৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৭ কোটি ২১ লাখ টাকার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৮ কোটি ৮৭ লাখ টাকা। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৮৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৭ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩০ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা।

ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৮১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ৫৪ লাখ টাকা। এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর বেড়েছে ১৪ দশমিক ৬৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা। মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের বেড়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর বেড়েছে ১২ দশমিক ৯০ শতাংশ। গত সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২১ কোটি ৮৯ লাখ টাকা। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৬৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৭ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩১ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা।

গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৯৬ লাখ ২৭ হাজার ৫৫৬ শেয়ার ৯০ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ১২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৬৬ লাখ ৩৪ হাজার ২৩৪ শেয়ার ৭০ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ২০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৭ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।

source: sharebiz.net

 

trading on DSE increased by 38 percent last week 

You may also like