80
পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) দুই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হবে আগামী ২৪ মার্চ। নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে দুই বছরের জন্য কেন্দ্র দুটি থেকে সরকারের বিদ্যুৎ কেনার চুক্তি শেষ হওয়ায় উৎপাদন বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ খাতের কোম্পানিটি।
বিদ্যুৎকেন্দ্র দুটি হলো খুলনার কেপিসি ইউনিট-২-এর ১১৫ মেগাওয়াট প্লান্ট ও যশোরের নওয়াপাড়া কেপিসি ৪০ মেগাওয়াট প্লান্ট। এর আগে ২০২২ সালের ২৪ মার্চ কোম্পানিটিকে দুই বছরের জন্য বিদ্যুৎ উৎপাদনের সম্মতি দিয়েছিলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
কোম্পানিটি জানায়, উৎপাদনের মেয়াদ নতুন করে বাড়াতে ইতোমধ্যে বিপিডিবির কাছে আবেদন করেছে কেপিসিএল। বিষয়টি মৌখিকভাবে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রক্রিয়াধীন রয়েছে।
Source: orthosongbad
KPCL production off shut halt