আগামী ৫ই আগস্ট (মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা করায় দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২রা জুলাই অন্তর্বর্তী সরকার এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে প্রতি বছর ৫ আগস্টকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই ডিএসই ও সিএসই এই ছুটির সিদ্ধান্ত নিয়েছে। স্টক এক্সচেঞ্জ দুটি জানিয়েছে, ৬ই আগস্ট বুধবার থেকে শেয়ারবাজারের সকল ট্রেডিং কার্যক্রম এবং অন্যান্য দাপ্তরিক কাজ যথারীতি শুরু হবে।