March 10, 2025 7:33 pm
March 10, 2025 7:33 pm
Home National সিকদার পরিবারের ৪২ বিও একাউন্ট অবরুদ্ধের আদেশ

সিকদার পরিবারের ৪২ বিও একাউন্ট অবরুদ্ধের আদেশ

by fstcap

ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তার পরিবারের মালিকানাধীন ৪২টি বিও একাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আশিকুর রহমান এসব অ্যাকাউন্ট অবরুদ্ধ চেয়ে আবেদন করে। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও এর সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে-বেনামে জনগণের আমানতের অর্থ লুটপাটসহ ঘুষের বিনিময়ে বিধিবহির্ভূতভাবে ঋণ দেওয়া ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

অভিযোগ অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে সিকদার পরিবারের বেশিরভাগ সদস্য বিদেশে অবস্থান করছেন। বিদেশে থেকে তারা শেয়ারগুলো বিক্রি ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। এসব বিও অ্যাকাউন্টের মাধ্যমে সিকদার পরিবার এবং তাদের নিকট আত্মীয়দের নামে অর্জিত শেয়ারগুলো বিক্রি বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধান কাজে ব্যাঘাত ঘটবে। সেজন্যে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা প্রয়োজন।  https://bdtoday.net/national/17173

You may also like