February 27, 2025 5:54 pm
Home Banking ইস্টার্ণ ব্যাংকের চেয়ারম্যানসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

ইস্টার্ণ ব্যাংকের চেয়ারম্যানসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

by fstcap

গ্রাহকের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ণ ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীসহ ৪৬ জনের বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে। আজ বুধবার অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি করেন ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মুর্তজা আলী।

বাদীর আইনজীবী হেলাল বিন মঞ্জুর তামিম প্রথম আলোকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে শুনানি শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রথম আলো 

Eastern Bank Plc Bangladesh

You may also like