Home National বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার

বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার

by fstcap

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাক শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শিবলী রুবাইয়াতকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসি’র চেয়ারম্যানের দায়িত্ব নেন। পুনর্নিয়োগ পেয়ে গত বছরের ১৬ মে তিনি আবার বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

ছাত্র-জনতার দুর্বার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট বিএসইসি’র চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান।

বিএসইসি’র দায়িত্বে থাকার সময় শেয়ারবাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। https://sharenews24.com/article/97394/index.html?fbclid=IwY2xjawIPJHZleHRuA2FlbQIxMQABHSUS-utbfLr-DFh4P06aGpoE8kTaujyaRLusQtkngii5HGg8RXGkpGsU1g_aem_NmEcuIHlSjq-Vv883wBxAw

You may also like