Home Stock Market সাবমেরিন ক্যাবলের শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

সাবমেরিন ক্যাবলের শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

by fstcap

তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পািনিটি শেয়ারবাজারে ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ছেড়ে ১৬৬ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারে মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। ফেসভেলু ১০ টাকার সাথে ৬৫ টাকা প্রিমিয়াম নেয়া হবে।

এই টাকা দিয়ে কোম্পানিটি ‘আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্ট’ বাস্তবায়ন করবে।

You may also like