দেশের পুঁজিবাজারে উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলার বিনিয়োগকারী একেবারেই কম। একই সঙ্গে এসব জেলায় নারী বিনিয়োগকারী আরো কম। তাদের পুঁজিবাজার মুখী করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আব্দুল হালিম। তিনি গতকাল বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) যৌথ উদ্যোগে আয়োজিত ‘টেকসই নীতি ও অব্যবহৃত বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সূচনা বক্তব্যে ডিবি এর প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও বলেন, ‘বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ার ফলে বাজারে পণ্য বৈচিত্র্য এসেছে। এর ফলে যেমন বাজার বড় হচ্ছে তেমনি ঝুঁকির আশঙ্কা তৈরি হচ্ছে। তাই বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্ট সবার মাঝে বাড়তি সাবধানতা ও সতর্ক থাকা একান্ত প্রয়োজন।’