শেয়ারবাজারে লেনদেন বেড়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪৫ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ৩০৫ কোটি টাকা বেশি। এছাড়া এদিন ডিএসইতে ৬৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে দিনশেষে ডিএসইর সূচক বেড়েছে ৮ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে বুধবার ২৯৭টি কোম্পানির ১৮ কোটি ৮৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৬৪৫ কোটি টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের, কমেছে ৭৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৮ দশমিক ১৮ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২০ দশমিক ৭৫ পয়েন্টে নেমে এসেছে।
ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬০ দশমিক ১৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৭ লাখ ৭৫ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।
শীর্ষ ১০ কোম্পানি: বুধবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- দেশবন্ধু পলিমার, জেমীনি সি ফুড, ফু-ওয়াং ফুড, খান ব্রাদার্স পিপি, এমারেল্ড অয়েল, প্যাসেফিক ডেনিমস, বিডি থাই অ্যালুমিনিয়াম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা এবং ইয়াকিন পলিমার।
ডিএসইতে বুধবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- খান ব্রাদার্স পিপি, তসরিফা ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, খুলনা পেপার, প্যাসেফিক ডেনিমস, অলিম্পিক এক্সেসরিস, বিডি থাই, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এসকে ট্রিমস এবং ইনটেক লিমিটেড।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- জেমিনি সি ফুড, অ্যাম্বী ফার্মা, জিকিউ বল পেন, লিব্রা ইনফিউশন, দেশবন্ধু পলিমার, ক্রিস্টাল ইন্সুরেন্স, মেঘনা সিমেন্ট, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং আফতাব অটোমোবাইলস।
source: daily Jugantor