Home Stock Market ‌বিএসই‌সির ২১ কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত

‌বিএসই‌সির ২১ কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত

by fstcap

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা হলেন- বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহ, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক মোহা. রশীদুল আলম, উপপরিচালক মো. বনি ইয়ামিন খান, উপপরিচালক কাজী মো. আল ইসলাম, উপপরিচালক মো. শহিদুল ইসলাম, উপপরিচালক তৌহিদ হাসান, সহকারী পরিচালক মো. জনি হোসেন, সহকারী পরিচালক মো. রায়হান কবির, সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক মো. আবদুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী ও ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু ইউসুফ ।

 

মামলার আসামির বাইরে বিএসইসির আরো ৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক নানু ভূঞা, সহকারী পরিচালক মো. আমিনুল হক খান ও মো. তরিকুল ইসলাম এবং ব্যক্তিগত কর্মকর্তা সমির ঘোষ। https://bonikbarta.com/economy/Yt2H45tbhDBJh270

 

You may also like