বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় ও কর-পরবর্তী নিট মুনাফা দুটোই বেড়েছে। এর মধ্যে আলোচ্য সময়ে কোম্পানিটির আয়ে ১ দশমিক ২৮ শতাংশ প্রবৃদ্ধি হলেও নিট মুনাফা বেড়েছে ৫৩ শতাংশের বেশি। বহুজাতিক কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে বাটা সুর আয় হয়েছে ৭৫৪ কোটি ২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৪৪ কোটি ৪৭ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪২ কোটি ২৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ কোটি ৫০ লাখ টাকা। চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩০ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ১১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭২ টাকা ৫৪ পয়সায়।
Source: https://bonikbarta.net/
Bata EPS Profit DSE CSE Stockmarket